বেফাক পরীক্ষার ব্যক্তিগত ও মাদরাসাওয়ারী ফলাফল 2024 (পুরুষ/মহিলা)

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৪ মার্কশিট সহকারে ডাউনলোড করুন। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক ফলাফল প্রকশের ওয়েবসাইট থেকে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাক পরীক্ষার রেজাল্ট 2024 সংগ্রহ করুন খুব সহজেই। বিস্তারিত প্রতিবেদন নিচে দেখুন।

বেফাক পরীক্ষার ব্যক্তিগত ও মাদরাসাওয়ারী ফলাফল 2024 (পুরুষ/মহিলা)

প্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাক পরীক্ষার ফলাফল 2024 খুজছেন? তাহলে আপনি আপনার কাঙ্খিত যায়গাই চলে এসেছেন। আজকের এই পোষ্টে আমরা তুলে ধরবো, কিভাবে আপনি অনলাইন থেকে সবার আগে খুব সহজেই বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ পরীক্ষার ফলাফল 2024 মার্কশিট সহকারে ডাউনলোড করবেন। এবং আরো জানতে পারবেন, কিভাবে মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ পরীক্ষার রেজাল্ট 2024 সংগ্রহ করবেন।

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর অধীনে অনুষ্ঠিত বেফাক পরীক্ষার রেজাল্ট কবে দিবে? বেফাক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে? কিভাবে মাদ্রাসাভিত্তিক ও ব্যাক্তিগত ফলাফল জানবেন, কিভাবে মেধা তালিকা দেখবেন? এ সম্পর্কিত সকল আপডেট পেতে নিচের লেখাটি আপনার জন্য সহায়ক হবে।

আরো পড়ুনঃ আল হাইয়াতুল উলইয়া রেজাল্ট ২০২৪ বাংলাদেশ

অনলাইনে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাক পরীক্ষার রেজাল্ট 2024

অনলাইনের মাধ্যমে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ রেজাল্ট জানতে হলে, অবশ্যই আপনার একটি উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ সহকারে স্মার্ট মোবাইল ফোন অথবা কম্পিউটার/ল্যাপটপ থাকতে হবে। অতপর নিচের নির্দেশনা অনুসারে আপনার কাঙ্খিত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ পরীক্ষার রেজাল্ট ২০২৪ সংগ্রহ করুন।

অনলাইনে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাক পরীক্ষার রেজাল্ট 2024

Befaker Result জানতে ক্লিক করুন>>>

  • প্রথমে উপরের চিত্রে ক্লিক করুন। নতুন পেজে উপরের চিত্রের ন্যায় লাইভ রেজাল্ট বক্স দেখতে পাবেন।
  • আপনার ব্যাক্তিগত ফলাফল জানতে সেখানে পরীক্ষার সন রেডিও বাটনে ক্লিক করে ২০২৪ সিলেক্ট করে নিন।
  • এবার মারহালা রেডিও বাটনে ক্লিক করে আপনার মারহালা সিলেক্ট করুন।
  • এবারে রোল নম্বরের খালি ঘরে আপনার রোল নম্বরটি ইংরেজী সংখ্যায় লিখুন।
  • সর্বশেষে নিচের দাখিল করুন বাটনে ক্লিক করে সাবমিট করুন।
  • সবকিছু ঠিক থাকলে কিছুক্ষনের মাঝেই আপনার কাঙ্খিত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ পরীক্ষার রেজাল্ট 2024 বিস্তারিত সহকারে দেখতে পাবেন।

বেফাকের রেজাল্ট ২০২৪ pdf ডাউনলোড করুন

এখানে ক্লিক করে বেফাকের রেজাল্ট ২০২৪ pdf ডাউনলোড করুন

এসএমএস এর মাধ্যমে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাক পরীক্ষার ফলাফল 2024 জানুনঃ

বন্ধুরা, এসএমএস এর মাধ্যমে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাক পরীক্ষার ফলাফল 2024 জানতে পারবেন খুব সহজেই। কারন এ নিয়মে আপনার কোন ইন্টারনেটের প্রয়োজন হবেনা। এছাড়াও ফলাফল প্রকাশের দিন অনলাইনে ওয়েবসাইটের সার্ভারে প্রচুর পরিমানে চাপ থাকার কারনে সার্ভার ডাউন হয়ে যায়, তখন এ বিকল্প পদ্ধতিটি আপনার জন্য দারুনভাবে উপকারে আসতে পারে।

তবে এসএমএস এর মাধ্যমে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাক পরীক্ষার ফলাফল 2024 জানতে হলে আপনার মোবাইল ফোনে কমপক্ষে ৫ টাকা ব্যালেন্স রাখুন। আপনার মোবাইল ফোনের ইনবক্স থেকে অপ্রয়োজনীয় মেসেজগুলো কেটে দিন, না হলে ফলাফল দেখতে অসুবিধা হতে পারে। এবার নিচের নির্দেশনা অনুসারে আপনার কাঙ্খিত বেফাকুল মাদারিসিল আরাবিয়া রেজাল্ট ২০২৪ সংগ্রহ করুন।

প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে প্রবেশ করুন। এবার মোবাইলের মেসেজ অপশনে ইংরেজী ক্যাপিট্যাল লেটারে লিখুন BEFAQ [স্পেস দিন] আপনার মারহালা বা ক্লাসের নামের প্রথম অক্ষরটি ইংরেজী বড় হাতের লিখুন [স্পেস] আপনার রোল নম্বরটি ইংরেজী সংখ্যায় লিখুন, এবার সম্পূর্ন মেসেজটি পাঠিয়ে দিন 9933 এই নম্বরে।

উদাহরন: BEFAQ T 123456 and send it to 9933

মারহালা বা ক্লাসের নামের প্রথম অক্ষরঃ তাকমিল [T = Takmeel], ফজিলত [F = Fazilat], সানাবিয়া উলইয়া [S = Sanabia Ulaiya], মুতাওয়াসসিতাহ [M = Mutawassitah], ইবতিদাইয়্যাহ [E = Ebtadaiyah], হিফযুল কুরআন [H = Hifzul Quran]. ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত [Q = Qirat]

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড রেজাল্ট 2024

প্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড রেজাল্ট 2024 খুজছেন? তাহলে প্রথমেই আপনার জানা থাকা উচিৎ যে, বর্তমানে বাংলাদেশে সরকারিভাবে নিবন্ধিত ও বেসরকারি অনেকগুলো কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড রয়েছে। তার মধ্যে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর অধীনে ছয়টি প্রধান শিক্ষাবোর্ড রয়েছে।

যেগুলো বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড হিসেবে প্রতিনিধিত্ব করে আসছে। এখানে নিচে লিষ্ট আকারে কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডগুলো তুলে ধরা হল। বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড রেজাল্ট ২০২৪ জানতে নিচ থেকে আপনার কাঙ্খিত শিক্ষাবোর্ডের নামের উপর ক্লিক করুন। এবং পরবর্তী পেজের নির্দেশনা অনুসারে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষার রেজাল্ট 2024 সংগ্রহ করুন।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাক রেজাল্ট 2024
আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ রেজাল্ট 2024
আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ রেজাল্ট 2024
বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ রেজাল্ট 2024
তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ রেজাল্ট 2024
জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ রেজাল্ট 2024
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড রেজাল্ট 2024

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাক ফলাফল ২০২৪ কিভাবে জানবেন?

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাক ফলাফল ২০২৪ অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট www.wifaqresult.com থেকে জানা যাবে। এবং মোবাইল ফোন থেকে এসএমএস এর মাধ্যমেও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাক রেজাল্ট ২০২৪ জানা যাবে। এ সম্পর্কে বিস্তারিত ইতিপূর্বেই এই পোষ্টের উপরের দিকে তুলে ধরা হয়েছে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাক ফলাফল ২০২৪

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাক পরীক্ষার ফলাফল ২০২৪ মার্কশিট ও পিডিএফ ডাউনলোড করবেন কিভাবে?

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাক পরীক্ষার ফলাফল ২০২৪ মার্কশিট ডাউনলোড করতে চাইলে, উপরে দেখানো অনলাইনে ফলাফল দেখার নিয়ম অনুসরন করতে হবে। এবং সেখান থেকে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৪ প্রয়োজন মোতাবেক সেভ করে নিতে পারবেন। প্রিন্টার থাকলে প্রিন্ট করে নিতে পারবেন। অথবা স্কীনশট দিয়েও সংরক্ষন করতে পারবেন।

সম্মানিত ভিজিটরস, এই পোষ্টে আমরা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাক রেজাল্ট সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি। এর পরেও যদি আপনার কোন কিছু বুঝতে অসুবিধা হয় অথবা ফলাফল দেখতে কোন সমস্যা হয় তবে নিচে কমেন্ট করে আমাদের জানান। আমরা যথাসম্ভব আপনার ফলাফল জানতে হেল্প করবো। আপনার যেকোন প্রশ্ন ও মতামত আমরা সাদরে গ্রহন করি।

এই আর্টিকেলটি ফেসবুক, টুইটার সহ সকল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। এতক্ষন ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

ব্রিজ আছে রাস্তা নাই: ঠাকুরগাঁও

সেতু আছে সড়ক নেই

আওয়ার বিডি ২৪: বিগত টানা ৩২ বছর ধরে সংযোগ সড়ক না থাকায় বিচ্ছিন্ন রয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আমসারা খালের ওপর সেতুটি। ১৯৮৭ সালের ভয়ানক বন্যায় ব্রিজটির উভয় পারের সংযোগের রাস্তাটি খালে পরিণত হলেও তা নতুন করে আর মেরামত করা হয়নি। এই সেতুটির সড়ক সংযোগ না থাকার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে প্রায় ১০ থেকে ১২টি গ্রামের কয়েক হাজার সাধারন মানুষের।

পীরগঞ্জ ইউনিয়নের খাড়িপাড়া গ্রামের কৃষক মুহাম্মাদ আব্দুল খালেক বলেন, বর্ষার মৌসুমে কোমর পর্যন্ত পানি পাড়ি দিয়ে চলাচল করতে হয়। এখানকার এলাকাবাসী সহ সাধারন জনগন ব্রিজ টি পূণঃ মেরামতের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে দিনের পর দিন যোগাযোগ করেও কোন লাভ হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে নাম মাত্র আশ্বাস দেয়া হয় বারবার, কিন্তু বাস্তবে কোন কাজ হচ্ছে না।

স্থানীয় মুহাম্মাদ আবু তারেক বাধন, বাদল হোসেন, মুহাম্মাদ ফাইদুল ইসলাম বলেন, রাস্তা টি মেরামত না করায় এখানকার ছোট ছোট ছেলে-মেয়েরা সহ সবাইকেই বর্ষার মৌসুমে কষ্ট করে অনেক পথ ঘুরে  বিদ্যালয়ে যেতে হয়। আরো অনেকে মন্তব্য পেশ করেছেন যে, সেতুটি  সড়ক থেকে সম্পূর্ন বিচ্ছিন্ন হওয়ার ফলে খালের পূর্ব পার্শ্বের কয়েকটি গ্রামের সাথে বোচাগঞ্জ উপজেলার সঙ্গে এবং জাবরহাট ইউনিয়ন পরিষদের পশ্চিম পাড়ের সাথে যোগাযোগে ভোগান্তি বেড়েই চলছে।

এ সম্পর্কিত বিষয়ে পীরগঞ্জ উপজেলার প্রকৌশলী মুহাম্মাদ ইসমাইল হোসেন বলেন, এর আগের প্রকৌশলী সেতুর বর্তমান পরিস্থিতি দর্শনে যান প্রয়োজনে আমি নিজে গিয়েও সেতু ও সড়কের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ জিয়াউল ইসলাম ওরফে জিয়া বলেন, কিছু সময় দেরিতে হলেও এটির মেরামত করা হবে। বিষয়টি আমি আমার স্থানীয় এমপিকে জানাবো এবং দ্রুত সড়ক ও সেতুটির কাজ শুরু করব।

সূত্র: ইনকিলাব

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url